ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ইটভাটার মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ঝিনাইদহে ইটভাটার মালিককে জরিমানা ঝিনাইদহে ইটভাটার মালিককে জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফটিকখালী গ্রামের এনএস ব্রিকসের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ইটভাটার মাটি দিয়ে সরকারি পাকা রাস্তা বন্ধ ও স’মিল বসিয়ে কাঠ চেরাই করে ইটভাটায় পোড়ানোর দায়ে এ জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, এনএস ব্রিকসের মালিক ঠিকাদার মাসুম মিয়া সরকারি রাস্তায় মাটি ফেলে চলাচলে বাধা সৃষ্টি করছে ও ইটভাটার পাশে স’মিল বসিয়ে কাঠ চেরাই করে তা ইটভাটায় পুড়িয়ে আসছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালান।

এ সময় ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ এর ৭ ধারা মোতাবেক এনএস ব্রিকসের মালিক ঠিকাদার মাসুম মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।