ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের যুবক নিহত

কুমিল্লা: সিঙ্গাপুরে লরির নিচে চাপা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম গ্রামের মো. রহমত উল্লাহ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সিঙ্গাপুরের প্রিজরন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রহমত উল্লাহ জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রহমত উল্লাহ প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে সিঙ্গাপুর যান। তিনি সিঙ্গাপুরে কন্সট্রাকশনের কাজ করতেন। মঙ্গলবার তিনি বাইসাইকেল নিয়ে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার সময় প্রিজরন এলাকায় পৌঁছালে একটি লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

রহমত তিন বছর আগে দেশে এসে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার কেমতলী গ্রামের হাবিবা আক্তারকে বিয়ে করেন। সর্বশেষ সাত মাস আগে রহমত বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে যান। তিনি বাবা-মায়ের একমাত্র পুত্র। তার আরও দুই বোন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।