বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মেয়েটির শ্বশুর মোহাম্মদ উল্লাহ ব্যাপারি (৪৫) ও দেবর মো. রাসেল (২৭)।
গৃহবধূর ভাই দিদার বাংলানিউজকে জানান, আট বছর আগে শারমিন সুলতানার সঙ্গে চর ঠিকা গ্রামের মোহাম্মদ উল্লাহ ব্যাপারির ছেলে জিয়াদ হোসেন সবুজের বিয়ে হয়। বিয়ের পর সবুজকে যৌতুক দিয়ে দুইবার দুবাই পাঠানো হয়। এছাড়া একটি মোটরসাইকেল দেওয়া হয় তাকে। সম্প্রতি সবুজ দ্বিতীয় বিয়ে করেছেন। এনিয়ে এবং আরো যৌতুকের দাবিতে সবুজ ও তার বাড়ির লোকজন শারমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলতে বাধা দেওয়ায় এবং যৌতুক না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সবুজ এবং তার বাবা ও ভাই শারমিনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এসময় সবুজ তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করেন। টের পেয়ে স্থানীয়রা এলে তিনি পালিয়ে যান। পরে প্রতিবেশীরাই শারমিনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মেয়ে পক্ষ থানায় অভিযোগ করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শারমিনের শ্বশুর ও দেবরকে আটক করা হয়েছে। তার স্বামীকে আটক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/এসআই