হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা মোর্শেদ মিয়ার লাঠির আঘাতে লোকমান মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বংশিবপাশার হুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়ির রাস্তা নিয়ে ওই গ্রামের লোকমান মিয়ার সঙ্গে তার ভাতিজা মোর্শেদ মিয়ার বিরোধ চলছিল।
এনিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোর্শেদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে লোকমানকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।