ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ববিতে বৃত্তি প্রবর্তনে সমঝোতা চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ববিতে বৃত্তি প্রবর্তনে সমঝোতা চুক্তি স্বাক্ষর ববিতে বৃত্তি প্রবর্তনে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘জেবুন্নেছা স্কলার’ এবং ‘কাজী মাহবুবউল্লহ্ স্কলার’ বৃত্তি প্রবর্তনে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক, ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, বেগম জেবুন্নেছা, কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের পক্ষে ট্রাস্টি বোর্ডের অন্যতম ডোনার মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস-চ্যান্সেলর ড. কাজী শহীদুল্লাহ।

   

এ চুক্তির আওতায় স্কলারশিপ হিসেবে শিক্ষার্থীকে জনপ্রতি মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হবে।

৩১ জানুয়ারি অনুষ্ঠিত ‘বেগম জেবুন্নেছা’ ও ‘কাজী মাহবুবউল্লাহ’ জনকল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্রির ডোনার সদস্যগণের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘জেবুন্নেছা স্কলার’ এবং ‘কাজী মাহবুবউল্লহ স্কলার’ বৃত্তি প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।