এ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামস্থ বিএএফ ঘাঁটি জহুরুল হক কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর এ এইচ এম ফজলুল হক, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যরা।
১৯৬৯ সালের এদিনে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তরূপে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে শহীদ হন সার্জেন্ট জহুরুল হক। সেই সময়ে স্বৈরাচারী আইয়ুব খানের কুশাসনের বিরুদ্ধে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল অভিযুক্তের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী যে গণআন্দোলন চলছিলো সার্জেন্ট জহুরুল হকের হত্যাকাণ্ডে তা তীব্রতা লাভ করে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জিপি/এমজেএফ