বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, বই মেলায় ইলিশের বাড়ি চাঁদপুর ব্র্যান্ডিং স্টলসহ প্রায় ৩০টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনার বেদীতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি