ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী শুভ গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ততম দিন কাটালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) লক্ষ্মীপাশা ও ফুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, সুন্দিশাইল ও ঘাগুয়া রাস্তার পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৪ কিলোমিটার গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।

পরে বিকেল সাড়ে ৩টায় উপজেলার সবচেয়ে কম সুবিধাপ্রাপ্ত অঞ্চল কুশিয়ারা নদী তীরবর্তী ঘাগুয়া গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার মতো যোগ্য নেতার কারণে বাংলাদেশ এতো উন্নতি লাভ করতে সক্ষম হয়েছে।

তিনি সুন্দিশাইল ও ধারাবহর গ্রামের বিভিন্ন অংশে সাম্প্রতিক সময়ে সম্পন্ন হওয়া বিদ্যুৎ লাইনের শুভ গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন ঘোষণা করে বলেন, আমাদের দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। পুরাতন লাইন লোড বহন করতে গিয়ে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়। অচিরেই এ সমস্যার সমাধান হবে।

চলতি বছরের মধ্যেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার সবক’টি এলাকা বিদ্যুতায়নের আওতায় চলে আসবে বলেও জানান তিনি।

ঘাগুয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন কুটলের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল হক, বীর মুক্তিযোদ্ধা কাওসার হোসেন তেরা মিয়া মিয়া প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারে ১৫, ২০১৭
এনইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।