ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর ১০ গুণীজনকে শিল্পকলা একাডেমির সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ফেনীর ১০ গুণীজনকে শিল্পকলা একাডেমির সম্মাননা ফেনীর ১০ গুণীজনকে শিল্পকলা একাডেমির সম্মাননা-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৫ ও ২০১৬ সালে পাঁচজন করে মোট ১০ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

এ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

২০১৫ ও ২০১৬ সালে পাঁচটি করে ক্যাটাগরিতে ১০ জনকে বুধবার এ সম্মননা দেওয়া হয়েছে।

২০১৫ সালের জন্য সঙ্গীতে উদয়ন সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, নাটকে সংলাপ নাট্যগোষ্ঠীর সদস্য সচিব নারায়ণ নাগ, আবৃত্তিতে পূবালি সংস্কৃতি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী সমরজিৎ দাশ টুটুল, লোক সঙ্গীতে মো. শোয়েব মজুমদার এবং যন্ত্র সঙ্গীতে আর্য সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর কুমার দেবনাথ এ সম্মাননা পেয়েছেন।

অপরদিকে ২০১৬ সালের জন্য নাটকে সংলাপ নাট্য গোষ্ঠির অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু, সঙ্গীতে সুরেলা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আবতাবুর রহমান কুমার, আবৃত্তিতে অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রাশেদ মাযহার, লোক সংস্কৃতিতে মো. হানিফ সরকার ও যাত্রায় রনু চক্রবর্তী এ সম্মাননা পেয়েছেন।

এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।