ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
মুকসুদপুরে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় পাঁচটি বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছাগলছিড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, ছাগলছিড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানিফ মোল্লা গ্রুপ ও লালন শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

এনিয়ে মামলাও রয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একটি পুরনো মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ হানিফ মোল্লা গ্রুপের লোকজন লালন শেখ গ্রুপের নুর ইসলাম ও শওকতের ওপর হামলা চালায়। এর জের ধরে বুধবার সকালে হানিফ মোল্লা গ্রুপের আব্দুল কাদের মোল্লার বাড়িতে হামলা চালানো হয়। একপর্যায়ে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রুপালি বেগমকে ঢাকা এবং হানিফ মোল্লা, আরিফ, সুমন, রুহুল, আব্দুল কাদের মোল্লা, আব্দুল কুদ্দুস মোল্লা, জাকির মোল্লা, কাওছার মোল্লা, শরীফ মোল্লা, মিজান মোল্লা ও সুজন মোল্লাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে বশার শেখ, শাহিন শেখ, লিয়াকত শেখ, রিপন মোল্লা, লালন শেখ, আব্বাস ও মিকাইল শেখ নামে সাতজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে এএসপি (সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।