ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে স্বাধীনতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে স্বাধীনতা ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে স্বাধীনতা-ছবি: বাংলানিউজ

ফেনী: সৈনিক শামছুল হুদা বলেছেন, ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে বাংলাদেশের স্বাধীনতা। ১৯৫২ সালের সেদিন যদি ভাষা সৈনিকরা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে না নামতো, তাহলে হয়তো স্বাধীনতার পথ সুগম হতো না।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফেনী শিল্পকলা একাডেমিতে জেলার ১০ গুণীজন ব্যক্তির সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

শামছুল হুদা বলেন, বাঙ‍ালির মূল চেতনাই হলো মাতৃভাষা।

পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। জাতি হিসেবে একমাত্র বাংলাদেশিদের বুকের রক্ত ঝরাতে হয়েছিল ভাষার জন্য, মা হারিয়েছিল তার সন্তানকে। তাই বর্তমান প্রজন্মের উচিত মাতৃভাষাকে মনে প্রাণে লালন করা।
 
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম।

অনুষ্ঠানে অতিথিরা ১০ জন গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।