বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ অধিবেশনে চারটি সংসদীয় কমিটির পুনর্গঠন করা হয়।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান হুইপ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
পুনর্গঠিত কমিটিতে সাবেক হুইপ নূর-এ আলম চৌধুরী লিটনকে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে উপ-নির্বাচনে নির্বাচিত সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসকে/এসএম/পিসি