তিনি বলেন, বিএনপি সরকার পতন ইস্যুতে প্রত্যাখাত হয়ে বিদেশি সহায়তায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তারা বিদেশে প্রতিনিধি পাঠিয়ে সমর্থন লাভের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে টেবিলে উত্থাপিত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নোত্তরে সংসদ নেতা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নত ও সুদৃঢ় পররাষ্ট্র নীতির সুফল এখন জনগণ পাচ্ছে। সরকারের সুদৃঢ় পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশসমূহ এবং উন্নত বিশ্বের সব দেশের সাথে অতীতের তুলনার বর্তমানে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো অবস্থানে রয়েছে।
সরকারের সুদৃঢ় পররাষ্ট্রনীতির কারণে দেশ যখন এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি ও তাদের দোসররা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে উঠেপড়ে লেগেছে।
তিনি বলেন, ইতোপূর্বে সরকারকে হঠাতে তারা আন্দোলনের নামে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাস চালিয়ে শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসকে/এসএম/পিসি