ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘সন্ত্রাস ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
‘সন্ত্রাস ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে’  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: বিএনপিকে জঙ্গি-সন্ত্রাস ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

বুধবার (১৫ ফেব্রয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাঙালি জাতি রাষ্ট্র গঠনে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের ভূমিকা ও কাজী আরেফ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
 
মন্ত্রী বলেন, এখন দেশে দু’টি চ্যালেঞ্জ, একটি জঙ্গি ও জঙ্গিসঙ্গী বর্জন।

অপরটি যথাসময়ে নির্বাচন। জনগণ ও সরকার দু’টিই বাস্তবায়ন করবে। তবে এই নির্বাচনে বিএনপিকে আসতে হলে জঙ্গি-সন্ত্রাস ছাড়তে হবে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহম্মেদের ১৮তম শাহাদৎ বার্ষিকী (১৬ ফেব্রয়ারি) উপলক্ষে শহীদ কাজী আরেফ ফাউন্ডেশন আয়োজিত এ সভায় সংস্থার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।  

এদিকে, বাংলা ভাষার পঞ্চকবির অন্যতম কবি, গীতিকার, সুরকার ও লেখক রজনীকান্ত সেনের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায়  সবাইকে রাজাকার থেকে দূরে থেকে বাংলাদেশের পথে চলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘সুরধুনী’ আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতি বিষয়ে একুশে পদকপ্রাপ্ত বিচারপতি এবাদুল হক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং নূরজাহান বোসের হাতে সুরধুনী সম্মাননা স্মারক তুলে দেন তিনি।  

এরপর সুরধুনী প্রকাশিত কবি রজনীকান্ত সেনের সার্ধশত জন্মবার্ষিকী স্মরণিকার মোড়কও উন্মোচন করেন তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭ 
এমএমফআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।