তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দু’জনেই এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী উপজেলার আড়িয়া ইউনিয়নের তালপুকুর গ্রামের মোতাহার আলীর ছেলে। আহত রকি বৃ-কুষ্টিয়া গ্রামের বাসিন্দা। তারা দু’জনেই স্থানীয় ডেমাজানি করম উদ্দিন ইসলামিয়া টেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বগুড়া শহর থেকে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় তেলবাহী একটি লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
আর রকিকে ঢাকায় পাঠানো হয়েছে।
ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/পিসি