ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে লেগুনার ধাক্কায় যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
রাজধানীতে লেগুনার ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর মতিঝিলে লেগুনার ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৬) এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আরামবাগ খলিল গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন।

পথচারী পার্থ প্রতিম বিশ্বাস জানান, খিলগাঁওগামী যাত্রীবাহী লেগুনা ব্রেকফেল করে। এ সময় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতপরিচয় ওই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।  তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরনে ছিল লাল রঙের টি শার্ট ও ফুল প্যান্ট।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজেডএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।