বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টায় আগুনে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করে সাহায্য করার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে পাশের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ের কক্ষ খুলে দেওয়া হয়েছে।
নানক বলেন, কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি তদন্ত করে বের করা হবে। এরপর সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এই বস্তি এলাকা থেকে মাদকসেবীদের উচ্ছেদ করা হবে শিগগিরই।
বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমএফআই/পিসি