বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মাঝুখান এলাকার একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তানভির গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহিরুল ইসলাম নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তানভির। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় তানভির এদিন ওই পুকুরের আশপাশে ছিলেন।
পরে নিহতের পরিবারের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ডুবুরি দল ওই পুকুরে খোঁজাখুঁজি করে প্রায় ১৫ ফুট পানির গভীর থেকে তানভিরের মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানাধীন মিরেরবাজার পুলিশ ক্যাম্পের (সহকারী উপ-পরিদর্শক) এএসআই ফয়েজ আহমেদ জানান, নিখোঁজের দু’দিন পর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এখনও নিশ্চিত নয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএস/এএটি/এএ