ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নীলফামারী: নীলফামারীতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়। এদিকে সকাল থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

নীলফামারী সদরের সঙ্গলশী ইউনিয়নের নগর দারোয়ানী সুতাকল (টেক্সটাইল মিল) সংলগ্ন কলোনি মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

ইজতেমায় দেশের বিভিন্ন এলাকার কয়েক লাখ মুসল্লি ছাড়াও ভারত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা রাখা হয়েছে। এছাড়া অজুখানা, টিউবওয়েল, পুকুর, শৌচাগার এবং স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন বাংলানিউজকে জানান, ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ইজতেমা মাঠে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি তাবলীগ জামায়াতের সদস্যরাও দায়িত্ব পালন করছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।