বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একটি রাজনৈতিক দলের বিরোধীতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি।
এর আগে বেলা সোয়া ১০টায় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় এক মিনিট নিরবতা পালন ও পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হন তিনি।
এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহদাৎ হোসেন চৌধুরী তার সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসআই