ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আমাদের কাজটি চ্যালেঞ্জিং, তবে আন্তরিকভাবে কাজ করবো 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আমাদের কাজটি চ্যালেঞ্জিং, তবে আন্তরিকভাবে কাজ করবো  জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করছেন সিইসি

আশুলিয়া, সাভার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নরুল হুদা বলেছেন, আমাদের কাজে চ্যালেঞ্জ আছে, তবে আন্তরিকভাবে কাজ করবো যাতে সফলভাবে দায়িত্ব পালন করতে পারি। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

একটি রাজনৈতিক দলের বিরোধীতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি।

আমাদের এখন কাজ করার সময়। অন্য কোনো বিষয় নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া জানানোর সময় এখনও আসেনি।  

এর আগে বেলা সোয়া ১০টায় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় এক মিনিট নিরবতা পালন ও পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হন তিনি।

এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহদাৎ হোসেন চৌধুরী তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।