ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দেয়ালে ভাষা আন্দোলনের পটভূমি

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সিলেটে দেয়ালে ভাষা আন্দোলনের পটভূমি সিলেটে দেয়ালে ভাষা আন্দোলনের পটভূমি- ছবি: আবু বকর

সিলেট: ‘বর্ণের মাঝে ঠাঁয় দাঁড়িয়ে শহীদ মিনার। লাল বৃত্ত নয়, যেনো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশ। হাতে ব্যানার ফেস্টুনে ছাত্র জনতার দুর্বার মিছিল-রাষ্ট্রভাষা বাংলা চাই।’

সিলেট নগরীতে সড়কের পাশের দেয়ালজুড়ে সাদা প্রলেপের ওপর এভাবেই শোভিত হচ্ছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি। শিল্পীর রং তুলির আঁচড়ে ফুটে উঠছে বাঙালির গৌরবোজ্জ্বল সেই দিনগুলি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মীরের ময়দান পর্যন্ত ডা. চঞ্চল সড়কের দুপাশের দেয়ালে এভাবেই রঙ-তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলো।
সিলেটে দেয়ালে ভাষা আন্দোলনের পটভূমি- ছবি: আবু বকর
তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেটসহ ভাষা সৈনিকদের ছবিও ফুটে ওঠছে রঙ তুলিতে। এটি বাস্তবায়ন করছে সিলেট সিটি করপোরেশন। এর সহযোগিতায় রয়েছে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতের আধারে শুরু হয়েছে চিত্রকর্ম আঁকা। এরআগে দেয়াল প্রস্তুতকরণে দেওয়া হয় সাদা চুনকাম।

একুশে ফেব্রুয়ারির আগেই পুরোপুরিভাবে ভাষা আন্দোলনের চিত্র-গল্পে সাজানো হবে এ সড়কের দেয়াল। সেভাবেই কাজ করছেন আর্টিস্ট তরুণ-তরুণীরা।
সিলেটে দেয়ালে ভাষা আন্দোলনের পটভূমি- ছবি: আবু বকর
স্থানীয়রা জানিয়েছেন, দেয়ালে ইতিহাস, ঐতিহ্যের চিত্রকর্ম আকার ফলে একদিনে যেমন শিশু কিশোররা জানতে আগ্রহী হবে, পাশাপাশি দেয়ালের সৌন্দর্য রক্ষা হবে। কেউ পোস্টার-লিফলেট বা রাজনৈতিক দেয়াললিখন হবে না।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বাংলানিউজকে বলেন, মহান ভাষার মাস উপলক্ষে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মীরের ময়দান পর্যন্ত ডা. চঞ্চল সড়কের ডানপাশের দেয়ালে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুহূর্তগুলো রঙ তুলিতে ফুটিয়ে তোলার কাজ চলছে।

এতে করে সড়কের পাশধরে হেঁটে যাওয়া শিশু কিশোররা ভাষা আন্দোলনের পটভূমি ও মুক্তিয‍ুদ্ধ সম্পর্কে জানতে পারবে, বলেন মনে করেন তিনি।
সিলেটে দেয়ালে ভাষা আন্দোলনের পটভূমি- ছবি: আবু বকর
এদিকে, ভাষার মাসকে বরণ করতে সিলেট সরকারি শিশু পরিবারের শিশুরা এক কিলোমিটার জুড়ে আলপনা এঁকেছে। এই আলপনার উদ্বোধন করবেন সিলেটের নবাগত জেলা প্রশাসক রাহাত আনোয়ার এমনটি জানিয়েছেন, সমাজসেবা অফিস সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস।

এর আগে একটি সংগঠনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের অংশে সরকারি মহিলা কলেজের দেয়ালকে রাঙিয়ে তোলা হয় ‘বিজয়ের রঙে’। ওই দেয়ালে চিত্রশিল্পীদের রঙ তুলিতে ফুটিয়ে তোলা মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা।
সিলেটে দেয়ালে ভাষা আন্দোলনের পটভূমি- ছবি: আবু বকর
নগরবাসী সিলেটের সংস্কৃতি প্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে এই চিত্রকর্ম। আর তাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য্য যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সরকারি মহিলা কলেজের সামনের সৌন্দর্যও।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনইউ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।