ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি

লালমনিরহাট: রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে যুক্তিতর্ক শেষে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার মামলার রায় ঘোষণার এই দিন ধার্য করেন।

মামলায় বাদীপক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামি পক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, ১৪ ফেব্রুয়ারি আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ্য দেন।

এর মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

তিনি আরো জানান, রোববার যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রমের যাবতীয় পর্ব শেষ হয়। বিচারক এই চাঞ্চল্যকর বিদেশি হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন ২৮ ফেব্রুয়ারি।  

এই মামলায় জেএমবির আট জঙ্গির বিরুদ্ধে ২০১৬ সালের ৭ আগস্ট অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।  

আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছে। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক। অপর দুই আসামির মধ্যে ৫ জানুয়ারি ঢাকায় সাদ্দাম হোসেন এবং নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ২০১৬ সালের ১ আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হন।  

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন।
 
২০১৫ সালের ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোসিকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরা গুলি করে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।