রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার ১২ আসামিকে বেকসুর খালাস দেন তিনি।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালে জেলার নিকলী উপজেলার সামছউদ্দিন ভূঁইয়ার ছেলেদের সঙ্গে আব্দুল আজিজের ছেলের ঝগড়া হয়। এর জের ধরে ২০০৮ সালের ১৯ এপ্রিল সামছউদ্দিনের লোকজন আব্দুল আজিজকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামপক্ষের আইনজীবী ছিলেন আসাদুল হক লিটন ও জাকির হোসেন তালুকদার। বাদী পক্ষে ছিলেন একেএম আমিনুল হক চুন্নু।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই