রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মনসুর আহমেদ মধু (২৮)।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অনিল কুমার বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিং সংলগ্ন রাস্তা দিয়ে পার হওয়ার সময় বাস ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার বড় ভাই জহুর আলী সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন; মূলত তার সেবায় কাজ করছিলেন মনসুর।
পকেটে থাকা পরিচিতিপত্র থেকে তার নাম জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এজেডএস/আইএ