ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
মানিকগঞ্জে কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে কৃষক আয়নাল হোসেন (৪৮) হত্যার দায়ে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ রায় দেন।

রায়ে অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম (২৫) কাফাটিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে বাড়ির সীমানা বিরোধের জের ধরে ২০০৮ সালের ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল ইসলামসহ আরো কয়েকজন প্রতিবেশী আয়নালকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় ঘটনাস্থলেই আয়নাল মারা যায়। ওইদিনই আয়নালের বাবা কফিল উদ্দিন বাদী হয়ে নুরুল ইসলাম, আক্কাস আলী, হযরত আলী, সামছুদ্দিন ও বিমলা খাতুনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সদর থানা পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণে নুরুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দেন আদালত। অপর চার আসামির মধ্যে আক্কাস আলী ইতোমধ্যে মারা যান। অপর তিন আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার ও আসামিপক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।