রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ দণ্ড প্রদান করেন।
একবছর কারাদণ্ড ছাড়াও বাদীকে আরও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ফিরোজা বেগম। তার বাড়ি ঢাকা জেলার দোহার থানার পূর্ব লটাখোলা গ্রামে।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আসামি ফিরোজা বেগম তার চাচাতো বোনের জামাই গিয়াস উদ্দিন গোপালসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ২০১২ সালের ১৮ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনা মিথ্যা মর্মে ওই বছরের ২০ মে আদালতে চার্জশিট দাখিল করে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে গিয়াস উদ্দিন গোপাল ওই মামলার বাদী ফিরোজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করলে বিচার শেষে বিচারক এ দণ্ড প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমআই/জেডএস