রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্ত আব্দুল বাতেন উপজেলার নেয়ামুতপুরার সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বাংলানিউজকে বলেন, দুপুরে আমুয়া চানমিয়া ফাজিল পরীক্ষা কেন্দ্রে চলমান পাবলিক পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উত্তরপত্র বলে দেওয়া ও নকল সরবরাহ করার সময় হাতে নাতে আব্দুল বাতেনকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে প্রশ্নপত্রের ছবিও পাওয়া যায়।
পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএস/আরবি