ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নকল সরবরাহ করায় মাদ্রাসা শিক্ষককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
নকল সরবরাহ করায় মাদ্রাসা শিক্ষককে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পরীক্ষার্থীদের উত্তরপত্র বলে দেওয়া ও নকল সরবরাহ করার দায়ে আব্দুল বাতেন নামে এক মাদ্রাসা শিক্ষককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ জরিমানা করেন।

অর্থদণ্ড প্রাপ্ত আব্দুল বাতেন উপজেলার নেয়ামুতপুরার সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বাংলানিউজকে বলেন, দুপুরে আমুয়া চানমিয়া ফাজিল পরীক্ষা কেন্দ্রে চলমান পাবলিক পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উত্তরপত্র বলে দেওয়া ও নকল সরবরাহ করার সময় হাতে নাতে আব্দুল বাতেনকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে প্রশ্নপত্রের ছবিও পাওয়া যায়।

পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।