ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী প্রকৌশলী মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছান।

সাধারণ সম্পাদক রফিকুল বাশারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনটির সহসভাপতি নিরুপমা দেবনাথ, সদস্য আজিম উদ্দিন মাস্টার, প্রভাষক গোলাম মো. ফারুকী, উপসহকারী প্রকৌশলী সুনীল কুমার রায়, উচ্চমান হিসাব সহকারী আব্দুল মালেক প্রমুখ।

বক্ত‍ারা দেশের দুর্নীতি প্রতিরোধ করে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএএএম/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।