ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর বনানীতে যুবক গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
রাজধানীর বনানীতে যুবক গুলিবিদ্ধ গুলিবিদ্ধ সজিব

ঢাকা: রাজধানীর বনানীতে সজিব (৩৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মহাখালী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সজিব পানি সম্পদ মন্ত্রণালয়ের ঠিকাদার। মহাখালী দক্ষিণপাড়া এলাকায় তিনি থাকেন।

সজিবের ভাই জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সজিব। এ সময় মহাখালী দক্ষিণপাড়ায় একটি ওষুধ দোকানের সামনে দুই যুবক সজিবকে গুলি করে পালিয়ে যান। এতে তার পিঠে, কানে ও হাতে গুলি লাগে।

কি কারণে সজিবকে গুলি করা হয়েছে তা জানাতে পারেনি ছোট ভাই জাহিদুল ইসলাম।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সজিব ঢামেক হাসপাতালে নাক, কান, গলা বিভাগে চিকিৎসাধীন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, মহাখালী দক্ষিণপড়া এলাকায় গুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে, কী কারণে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এজেডএস/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।