ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে নুরুল হুদা কমিশনের প্রথম সাক্ষাৎ সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
রাষ্ট্রপতির সঙ্গে নুরুল হুদা কমিশনের প্রথম সাক্ষাৎ সোমবার

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নবনিযুক্ত নির্বাচন কমিশন (ইসি) সোমবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষা‍ৎ করবে।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের জানান, সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। নবনিযুক্ত কমিশনের এটিই হবে প্রথম সাক্ষাৎ।

গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন।  

অন্য নির্বাচন কমিশনাররা হলেন- মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রি. জে (অব.) শাহাদত হোসেন।

বর্তমান কমিশনের মেয়াদ রয়েছে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ৬০ হাজারেরও বেশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।