রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে আমাদের একটি টিম বুড়িগঙ্গা নদীতে ‘এম ভি ফারহান-৬’ নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালায়।
জব্দকৃত জাটকাগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখের কাছে হস্তান্তর করা হয়।
পরে জাটকাগুলো স্থানীয় অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এএটি/জেডএস