ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৬০০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
নারায়ণগঞ্জে ৬০০ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বুড়িগঙ্গ নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৬০০ কেজি জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে আমাদের একটি টিম বুড়িগঙ্গা নদীতে ‘এম ভি ফারহান-৬’ নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালায়।

এসময় ওই লঞ্চ থেকে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকাগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখের কাছে হস্তান্তর করা হয়।

পরে জাটকাগুলো স্থানীয় অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।