সাদা কোচে রংপুর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুতে আগামী এপ্রিলে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে 'সাদা কোচ' সংযোজন করে 'রংপুর এক্সপ্রেস' ট্রেন উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, আগামী মাসে চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হবে।
তারপরের মাসে প্রধানমন্ত্রী পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া এপ্রিলের শুরুর দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতু্রও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসএ/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।