ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সাংবাদিক জাকারিয়া মাহমুদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বাগেরহাটে সাংবাদিক জাকারিয়া মাহমুদ আর নেই

বাগেরহাট: বাগেরহাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএম জাকারিয়া মাহমুদ (৬৫) আর নেই।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বছরখানেক আগে তার ব্রেন স্ট্রোক হয় সেই থেকে তিনি শয্যাশায়ী।

তিনদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর জানাজা শেষে সরুই কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে বেলা ১২টায় তার মরদেহ বাগেরহাট প্রেসক্লাবে আনা হবে।

জাকারিয়া মাহমুদ ১৯৮৩ সালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় সাংবাদিকতা শুরু করেন।

তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলায় কর্মরত সাংবাদিক গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।