সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের রামগতি প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উপজেলার সুজন গ্রামের ছিদ্দিক উল্যাহ মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানায়, রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস সাইকেল আরোহীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বাংলানিউজকে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
জিপি/এমজেএফ