নুরুজ্জামান বাচ্চু
সাভার, ঢাকা: সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান বাচ্চু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের খালাতো ভাই।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নুরুজ্জামান বাচ্চুর স্ত্রী জানান, তার স্বামী রাজধানীর পান্থপথে ফিরোজ টাওয়ারে মান বাংলাদেশ লিমিটেড এ ম্যাকানিক চিফ পদে চাকরি করতেন।
বিকেলে সাভারের নবীনগরে আসার জন্য অফিস থেকে মোটরসাইকেলে করে রওনা হন তিনি। পথে আমিনবাজার এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী মাহফুজা ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন। নিহত ওই ব্যক্তির বাড়ি বরিশাল নগরের আস্তাকাটি গ্রামে। তার বাবার নাম ইয়াকুব আলী।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।