ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদক ছেড়ে দেওয়ার অঙ্গীকারে ২ যুবককে পুলিশের পুরস্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মাদক ছেড়ে দেওয়ার অঙ্গীকারে ২ যুবককে পুলিশের পুরস্কার মাদক ছেড়ে দেওয়ার অঙ্গীকারে ২ যুবককে পুলিশের পুরস্কার-ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: মাদক ব্যবসা ও মাদকের ভয়াবহ নেশার জগত থেকে ফিরে এসে সুস্থ জীবন-যাপনের অঙ্গীকার করায় ঝালকাঠির রাজাপুর উপজেলার দুই যুবককে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সভা কক্ষে ওই দুই যুবকের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। এসময় তাদের দু’জনকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা দেওয়া হয়।

তারা হলেন- রাজাপুর উপজেলার উত্তর সাউদপুর গ্রামের নজরুল ইসলাম (৩১) ও ইদ্রপাশা গ্রামের হাসিবুর রহমান (২৩)।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম ও এডিশনাল এএসপি এমএম মাহাম্মুদ হাসান।

পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বাংলানিউজকে জানান, মাদকের জগত থেকে ফিরে এসে কেউ যদি সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করতে চায়, তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।