রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরভী নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক নূরে আলমের স্ত্রী।
নগর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের হবে।
তিনি আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএস/আরবি