রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি সেমিনার হলে ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট ২০১৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অক্সফামের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে কাপেং ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বলা হয়, এই রিপোর্ট প্রকাশের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখে যেন সরকার এবং স্থানীয় প্রশাসন ‘আদিবাসীদের’ বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারেন।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর, সংগঠনের সম্পাদক ও নির্বাহী পরিচালক পল্লব চাকমা, নারী অধিকার কর্মী খুশী কবীর, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমএইচকে/এইচএ/