ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে জিপচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বান্দরবানে জিপচাপায় শ্রমিক নিহত

বান্দরবান: বান্দরবা‌নে জিপ চাপায় মো. না‌জিম উদ্দিন (২৭) না‌মে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাগ্নে র‌ফিকুল ইসলাম (২৫)। রোববার (২৬ ফেব্রুয়ারি) রা‌ত সাড়ে ৯টার দিকে শহরের কে বি সড়কে এ দুর্ঘটনা ঘ‌টে। তারা উভয়েই নির্মাণ শ্রমিক এবং কক্সবাজারের পেকুয়া ইউনিয়নের বাসিন্দা।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহ‌রের কে বি সড়কে জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যাল‌য়ের সাম‌নে নাজিম ও রফিকুল রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা জিপ চাপা দিলে  তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতা‌লে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় না‌জিম উদ্দিন মারা যান।  

এছাড়া গুরুতর আহত রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চি‌কিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) র‌ফিক উল্লাহ বাংলানিউজকে জানান, এ ঘটনায় জিপসহ চালককে আটক ক‌রা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।