রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ইচলাদী টোলপ্লাজা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, পটুয়াখালীর মহিপুর থেকে বেপারী পরিবহনের একটি বাসের ছাদে করে জাটকাগুলো ঢাকার উদ্দেশে পাঠানো হচ্ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে ইচলাদী টোল প্লাজায় বাসটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে উল্লেখ করে ওসি বলেন, তার উপস্থিতিতে জব্দ জাটকাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএস/এসএইচ