গাজীপুর: গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার মালপত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে টঙ্গীর সিলমুন এলাকায় একটি গুদামের পাশে রাখা মালপত্রে আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম জানান, গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো কারখানায় আগুন লেগে ভবনটি ধসে পড়ে।
ওই কারখানার উদ্ধার করা মালপত্র টঙ্গীর সিলমুন এলাকায় একটি গুদামে ও রাস্তার পাশে রাখা হয়। রোববার রাতে রাস্তার পাশে রাখা মালপত্রে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই ইউনিট কর্মী ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
তিনি জানান, আগুনে মালপত্র পুড়ে আনুমানিক একলাখ টাকার ক্ষতি হয়েছে। সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএস/আরআর/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।