সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। সুখী আক্তারের বাড়ি ঝালকাঠীর সদর উপজেলায়।
স্থানীয়রা জানিয়েছে, চৌমাথা এলাকায় মাটি বহনকারী একটি ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রার (থ্রি হুইলার) সংঘর্ষ হয়। এসময় মাহিন্দ্রতে থাকা ২ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন। অপর আহত জনকে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএস/আরএ