সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
ওই নারীর পরনের গোলাপি রংয়ের মেক্সি রয়েছে। তার পোশাক ও মাথার চুল ছোট দেখে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএস/এএটি/টিআই