ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৪০ বছর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

পরে সকাল ৮টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওই নারীর পরনের গোলাপি রংয়ের মেক্সি রয়েছে। তার পোশাক ও মাথার চুল ছোট দেখে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।