সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ওই গ্রামের সীমান্তবর্তী এলাকার পরিত্যক্ত একটি টয়লেট থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়।
বিজিবি’র শ্রীমঙ্গল ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার (৩০) বাড়ির বাইরে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএ