স্বপ্নে বিভোর লিচু চাষী ব্যস্ত বাগানের পরিচর্যায়। আগেই কিনে রাখা বাগান দেখে যাচ্ছেন মৌসুমী ফল ব্যবসায়ীরা।
দিনাজপুরে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না ত্রি, চায়না ফোর জাতের লিচু চাষ হয়ে থাকে। সদর উপজেলার মাসিমপুরে চাষ হয় এক ধরনের সুগন্ধি বেদানা লিচু। সুস্বাদু ও রসালো হওয়ায় বিশ্বজুড়েই কদর পায় এসব প্রজাতির লিচু। তাই জেলা ও দেশের চাহিদা মিটিয়েও রপ্তানি হয় পৃথিবীর বিভিন্ন দেশে।
লিচুর চাষ দেখতে সরেজমিনে মাসিমপুর গিয়ে কথা হয় এলাকার লিচু চাষী সারোয়ার আহমেদের সঙ্গে। বাংলানিউজকে তিনি বলেন, এবার গাছে প্রচুর মুকুল এসেছে। ভালো ফলন পেতে নিয়মিত গাছের পরিচর্যা করছি। মুকুল আসার আগ থেকে ফল আসা পর্যন্ত প্রায় তিন মাস সঠিক পরিচর্যা খুবই জরুরি।
প্রাকৃতিক দুর্যোগ না হলে অনান্য বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণে লিচু উৎপাদন হবে বলে আশা করছেন এই লিচু চাষি। আগের বছরগুলোর মতো, এবারও প্রতি বছর দুই বিঘা জমিতে লিচু চাষ করেছেন তিনি।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, চলতি মৌসুমে ৪ হাজার ১৮০ হেক্টর জমিতে লিচু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে রেকর্ড পরিমাণে লিচু উৎপাদনের সম্ভাবনা আছে।
ঢাকা থেকে আসা মৌসুমী ফল ব্যবসায়ী সামসুল আলম বাংলানিউজকে বলেন, আমরা কিছু বাগান আগেই কিনে রাখি। ফলনের পর বাইরে থেকেও লিচু কিনি। এবার ব্যাপক হারে মুকুল ধরায় অনান্য বছরের তুলনায় বেশী লাভ হবে বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
জেডএম/