সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহামুদ খান/ছবি-বাংলানিউজ
ঢাকা: ডকাতি ছাড়াও গাজীপুরের কালিয়াকৈর গার্মেন্টসের ভল্ট ভেঙে ডাকাতির ঘটনার আটক ডাকাতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডোর মো. মুফতি মাহমুদ খান।
সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
গাজীপুরের কালিয়াকৈর নীট প্লাস গার্মেন্টেসের ভল্ট ভেঙে প্রায় তিন কোটি ৪১ লাখ টাকা ডাকাতির ঘটনার মূলহোতাসহ ৬ জনকে রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে আটক করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শেষে রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর তিনটা পর্যন্ত খুলনা, রাজশাহী ও কুমিল্লা, বরিশাল, ঢাকা ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া এক কোটি ১৭ লাখ টাকা ও ১১শ’ ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে লুটের টাকায় কেনা একটি ট্রাক ও গার্মেন্টস মেশিনারিজ যন্ত্রাংশ।
আটক ডাকাতরা হলেন- মাহবুবুর রহমান ওরফে ফিরোজ মোল্লা ওরফে খালেক (৫১), খলিলুর রহমান রানা ওরফে রানা সরদার ওরফে ফিরোজ (৪০), বেলায়েত হোসেন আখন্দ ওরফে বেলায়াত ( ৪২), ইকবাল হোসেন রুবেল (৩৭), ফারুক হোসেন ওরফে বাবুল ওরফে আলম শিকদার ( ৫০) ও উজ্জ্বল বিশ্বাস (৩৪)।
আরও পড়ুন..
**গাজীপুরে ৩ কোটি টাকা ডাকাতির মূলহোতাসহ আটক ৬
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসজেএ/এএটি/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।