রোববার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে আটক করা হলেও সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ৠাবের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বিষয়টি জানানো হয়।
আটক তালহা জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মৃত মজিবর রহমানের ছেলে।
ৠাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে জিহাদি বই ও লিফলেটসহ আনসার তালহা ওরফে মামুনকে আটক করা হয়।
গেঞ্জি ব্যবসায়ী হিসেবে এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন মামুন। তবে তিনি কিছুদিন থেকে ওই এলাকার লোকজনকে জেএমবিতে অন্তর্ভূক্ত করার চেষ্টা করছিলেন।
স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৫ সাল থেকে তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর দুর্ধর্ষ ক্যাডার।
জিজ্ঞাসবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসএস/বিএস