সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌস জাহান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ী গ্রামের জোব্বার মিয়ার ছেলে শাহ আলম (২০), একই গ্রামের চান মিয়ার ছেলে শাহীদুল (২৫), দেলোয়ার মিয়ার ছেলে ইউনুস মিয়া (৪২), একই উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নীরু মিয়া (২৫), ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের মৃত শরৎ চন্দ্রে ছেলে বিজয় চন্দ্র (৪৬) ও সাদুল্যাপুর উপজেলার ছোট দাউদপুর গ্রামের মৃত ময়মাল মিয়ার ছেলে মুরাদ মিয়া (৫০)।
এছাড়া, মাদক সেবনের দায়ে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ার মৃত রঘুনাথ প্রসাদের ছেলে দীপক প্রসাদকে (৪৬) এক মাস ও পুরাতন বাজার সাহাপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে রিয়াজুলকে (২৪) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাদণ্ডাদেশ দেন। পরে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনটি