সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ জরিমানা করেন।
অর্থদণ্ডাদেশ প্রাপ্ত আজিজুল উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), নাটোর ক্যাম্পের সহকারী কোমান্ডার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আজিজুল হালতিবিলের বানিয়ার পুকুর পাড় এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই ইট প্রস্তুতের জন্য প্রায় ১০ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করে মাটি নিয়ে যাচ্ছিলেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে আজিজুলকে আটক করা হয়। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি