সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
আইকন টাওয়ারে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স হবে জানিয়ে গৃহায়নমন্ত্রী বলেন, পূর্বাচলকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, পূর্বাচলের পরিবেশ সুরক্ষায় ৪৮ কিলোমিটার লেক করা হয়েছে। পরিকল্পিত এই আবাসিক এলাকায় সব ধরনের ইউটিলিটি সার্ভিস ব্যবস্থা রাখা হচ্ছে। বালু নদী থেকে পূর্বাচল লিংক রোডে উভয় পাশ ১০০ ফিট প্রস্থ খাল খনন করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এটি হাতিরঝিলের মতো নান্দনিক রূপ নেবে।
মন্ত্রী বলেন, উত্তরা অ্যাপর্টমেন্ট প্রকল্পে ৬ হাজার ৬শ ৩৬টি অ্যাপার্টমেন্ট নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী এপ্রিলে পর্যায়ক্রমে বরাদ্দ প্রাপ্তদের কাছে অ্যাপার্টমেন্ট হস্তান্তর করা হবে। এছাড়া উত্তরা তৃতীয় প্রকল্পে জি টু জি পদ্ধতিতে ৮ হাজার ৪শ’ ফ্ল্যাট নির্মাণের জন্য মালয়েশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে।
আইকন টাওয়ার নির্মাণের কথা গত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছিলেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়েছিল কনভেনশন সেন্টারের মূল মিলনায়তনে একসঙ্গে ৫ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০ হাজার। প্রকল্পটি বাস্তবায়নে ৭০ একর জমির প্রয়োজন হবে। ২০১৮ সালে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসএম/জিপি/এমজেএফ